Close
(0) items
You have no items in your shopping cart.
All Categories
    Filters
    Preferences
    Search

    কিভাবে স্যানিটারি প্যাড / ন্যাপকিন ব্যবহার করলে আপনার স্বাস্থ নিরাপদ রাখতে পারবেন।

    মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব প্রতিটা নারীর শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ঋতুস্রাবের সময়ে পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। পিরিয়ড চলাকালীন স্যানিটারি প্যাড ব্যবহারের পাশাপাশি পরিষ্কার পারিছন্ন থাকাই স্বাস্থ্যসম্মত বলে জানান চিকিৎসকেরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, পিরিয়ডের সময় ভালো ভাবে পরিষ্কার পারিছন্ন এবং ভালো মানের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার কারণে অনেক নারীর জরায়ু মুখের ত্বকে নানা ধরণের সমস্যা ছাড়াও হতে পারে জরায়ু সংক্রমণও।
     
    ১. ভালো এবং উন্নত মানের প্যাড / ন্যাপকিন ব্যাবহার করতে হবে।
    ২. প্যাড ধরার আগে সাবান দিয়া হাত ভালো ভাবে পরিষ্কার করতে হবে।
    ৩. পেডের ওপর টিস্যু ব্যবহার না করা। প্যাড লম্বা সময় ব্যবহারের জন্য অনেকেই ওপরে টিস্যু ব্যবহার করে থাকেন । কিন্তু এটি স্বাস্থ্যসম্মত নয়। কারণ, টিস্যুতে থাকা উপাদানগুলো সংক্রমণ ঘটাতে বা অন্য সমস্যা সৃষ্টি করতে পারে।
    ৪. সময় মতো প্যাড পরিবর্তন করা। প্যাড / ন্যাপকিন ধরণের উপর নির্ভর করবে কতক্ষন পর পর পরিবর্তন করতে হবে। চার থেকে ছয় ঘণ্টা পর পর পরিবর্তন করা সবচেয়ে নিরাপদ।
    ৫. ব্যাবহারের পর প্যাড খোলা অবস্থায় বা যেখানে সেখানে ফেলে রাখা নিরাপদ না।
     
    ==========================================
    বিশ্বের বিখ্যাত 👉 স্যানিটারি প্যাড এবং প্যান্টিলাইনার
    এখন পাওয়া যাচ্ছে #ecomoj এ 😍😍
    অর্ডার 🛒 করতে ভিজিট করুন 👉 https://www.ecomoj.com/
    ===========================================
    Leave your comment