প্যাচ টেস্ট কি এবং কিভাবে করতে হয় ?
14 March 2022

প্যাচ টেস্ট কি ?
নতুন কোন কসমেটিক্স এবং স্কিনের প্রোডাক্টস ব্যবহার করার সেটা আপনার ত্বকের জন্য মানানসই বা ক্ষতিকারক না সেটা পরীক্ষা করাকে বলা হয় প্যাচ টেস্ট।
প্যাচ টেস্ট কিভাবে করতে হয় ?
শরীরের যে অংশে প্যাচ টেস্ট করবেন, তা সবার সাবান এবং পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে শুখিয়ে নিতে হবে। কানের পিছনে ঘাড়ে অথবা হাতের কবজিতে প্যাচ টেস্ট করুন। অল্প পরিমান আপনার স্কিনের উপর দিয়ে ৫-৩০ মিনিট অপেক্ষা করতে হরে। যদি কোনো প্রকার চুলকানি, জ্বলাপোড়া এবং রেশ হয় তাহলে দ্রুত সাবান এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কোনও প্রকার ক্লিনজার বা মেকআপ রিমুভার ওয়াইপ ব্যবহার করবেন না। এগুলোতে রাসায়নিক থাকে যা স্কিন কেয়ার প্রোডাক্টটির সঙ্গে মিশে বিক্রিয়া করতে পারে।