কর্ম ব্যস্ততার জীবনে কিভাবে স্কিনের যত্ন নিবেন
প্রতিদিনের কর্ম ব্যস্ততার জীবনে সঠিকভাবে স্কিনের যত্ন নেওয়া যায়না। সঠিকভাবে স্কিনের যত্ন না নেয়ার কারণে মুখের স্কিনে পিম্পল, মেছতা, পিগমেন্টশন ইত্যাদি অনেক ধরণের সমস্যা দেখা দেয়। আমাদের দেশে গ্রীষ্ম কালে প্রখর রোদ থাকে। সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে আমাদের স্কিনের অনেক ক্ষতি হয়।
কিভাবে আপনি আপনার স্কিনের যত্ন নিবেন ?
দিনের বেলা বাহিরে গেলে অবশ্যই ভালো মানের SPF50 সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাসায় ফিরে স্কিনের কন্ডিশন অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে সম্পূর্ণ মুখটা ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে স্কিনের কন্ডিশন অনুযায়ী ভালো মানের মুখের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
সপ্তাহে অন্তত ২-৩ দিন ভালো মানের ফেস স্ক্র্যাব ব্যবহার করতে হবে।
রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই স্কিনের কন্ডিশন অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে সম্পূর্ণ মুখটা ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে স্কিনের কন্ডিশন অনুযায়ী ভালো মানের মুখের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
বিশ্বের সেরা ব্রান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে চাই ভিজিট করুন > https://www.ecomoj.com/top-quality-skin-care-products