চুল এবং স্কিনের যত্নের কিছু গুরুতপূর্ণ তথ্য জেনে রাখুন।

চুল এবং স্কিন আমাদের সবার খুবই প্রিয় এবং গুরত্ত্বপূর্ণ । কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি সঠিক ভাবে চুলে এবং সস্কিনের যত্ন নিতে পারি? ধূলোবালি এবং বায়ূ দূষণের কারণে আমাদের চুল এবং স্কিনের অনেক ক্ষতি হচ্ছে। সঠিক খাবার না খাওয়া এবং সময় মতো যত্ন না নেওয়ার কারণে আমাদের স্কিন এবং চুলের অনেক ক্ষতি হচ্ছে। জীবনের কর্মব্যস্ততার বা টাকার অভাবে নিয়মিত পার্লারে যাওয়া সম্ভব না । সঠিক উপকরণ দিয়ে বাসায় বসে পার্লারের থেকে কম খরচে স্কিন এবং চুলের যত্ন নিতে পারি।
চুলের যত্ন নেয়ার আগে সর্ব প্রথম জানতে হবে আপনার চুলের ধরণ এবং স্ক্যাল্পের ধরণ বা কন্ডিশন। চুলের ধরণ এবং স্ক্যাল্পের ধরণ বা কন্ডিশন না জেনে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, সিরাম ইত্যাদি ব্যবহার করলে সাধারণত কোনো উপকার পাওয়া যায়না। এবং অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনে।
স্কিনের যত্ন নেয়ার আগে সর্ব প্রথম জানতে হবে আপনার স্কিনের ধরণ এবং কন্ডিশন। যেমন , ড্রাই স্কিনে অয়েলি স্কিনের প্রোডাক্টস ব্যবহার করলে কোনো উপকার পাওয়া যায় না এবং অনেক সময় স্কিনের ক্ষতিও হতে পারে। অবশ্যই যেকোনো স্কিন প্রোডাক্টস কেনার আগে আপনার স্কিনের ধরণ এবং কন্ডিশন জানতে হবে। প্রোডাক্টস কেনার আগে উপকরণ গুলি ভালো করে জানতে হবে। কোনো উপকরণে যদি আপনার এলার্জি থাকে তাহলে কোনো ভাবেই ওই প্রোডাক্টস ব্যবহার করা যাবেনা। স্কিনে নতুন কোনো প্রোডাক্টস ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়াটা খুবই জরুরি। যেকোনো স্কিন টাইপের জন্যই প্যাচ টেস্ট করে নেওয়াটা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
প্যাচ টেস্ট কি ?
নতুন কোন কসমেটিক্স এবং স্কিনের প্রোডাক্টস ব্যবহার করার সেটা আপনার ত্বকের জন্য মানানসই বা ক্ষতিকারক না সেটা পরীক্ষা করাকে বলা হয় প্যাচ টেস্ট।
প্যাচ টেস্ট কি এবং কিভাবে করতে হয় ?
শরীরের যে অংশে প্যাচ টেস্ট করবেন, তা সবার সাবান এবং পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে শুখিয়ে নিতে হবে। কানের পিছনে ঘাড়ে অথবা হাতের কবজিতে প্যাচ টেস্ট করুন। অল্প পরিমান আপনার স্কিনের উপর দিয়ে ৫-৩০ মিনিট অপেক্ষা করতে হরে। যদি কোনো প্রকার চুলকানি, জ্বলাপোড়া এবং রেশ হয় তাহলে দ্রুত সাবান এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কোনও প্রকার ক্লিনজার বা মেকআপ রিমুভার ওয়াইপ ব্যবহার করবেন না। এগুলোতে রাসায়নিক থাকে যা স্কিন কেয়ার প্রোডাক্টটির সঙ্গে মিশে বিক্রিয়া করতে পারে।
চুল এবং স্কিনের যত্নে কোনো ভাবেই ভেজাল প্রোডাক্টস ব্যবহার করা যাবে না। আমাদের দেশে ভেজাল প্রোডাক্টের ভিড়ে আসল পণ্য পাওয়া খুবই কষ্টকর। যেকোনো প্রোডাক্টস কেনার আগে অবশ্যই সঠিক ভাবে যাচাই-বাচাই করে আসল প্রোডাক্টস কিনতে হবে। Ecomoj হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্টান যারা ১০০% মনিব্যাক গ্যারান্টী দিয়ে ১০০% আসল প্রোডাক্টস বিক্রি করে থাকে। Ecomoj ( www.ecomoj.com ) থেকে প্রোডাক্টস কেনা মানে ১০০% আসল পণ্যের নিশ্চয়তা।